ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওসি হওয়ার পাশাপাশি একজন কনটেন্ট ক্রিয়েটরও

আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব কাঁধে নিয়েও ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দিনের নির্দিষ্ট প্রহর শেষে খুঁজে নেন তার অন্য এক জগৎ— সেটি হলো ভিডিও কনটেন্ট নির্মাণের জগৎ।কঠোর পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা তার এই শৈল্পিকসত্তা আজ তাকে এনে দিয়েছে এক নতুন, হৃদয়স্পর্শী পরিচিতি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করা নাটোর জেলার এই কৃতীসন্তান ভিডিও নির্মাণকে তার ‘শখ’ হিসেবে দেখলেও এর মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন গ্রামবাংলার হারানো দৃশ্য, প্রকৃতির নিবিড়তা আর গ্রামীণ জীবনের সরলতা। শৈল্পিক শব্দ, সুমধুর কণ্ঠের ধারাভাষ্য আর হৃদয়স্পর্শী ছবি দিয়ে তৈরি তার প্রতিটি ভিডিও যেন গভীর জীবনবোধ ও সমাজের প্রতি এক আন্তরিক বার্তা বহন করে।‘আমার এই শখ আমাকে গ্রামের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের কাছাকাছি নিয়ে যায়’— বলেন ওসি সাইফুল ইসলাম সরকার।ওসি সাইফুল ইসলাম সরকারের কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর হওয়ায় তার কনটেন্টগুলো দ্রুত দর্শক-শ্রোতার মনোযোগ আকর্ষণ করে। তবে কেবল বিনোদন নয়, তার কাজ মিশে আছে গভীর সামাজিক দায়বদ্ধতা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত ছুটে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাশ নেন, মতবিনিময় করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।তিনি মনে করেন, পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি সমাজের ভালো কাজগুলো তুলে ধরাটাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পেশাগত দায়িত্বের বাইরে এই ব্যতিক্রমী কাজ ওসি সাইফুল ইসলাম সরকারকে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে নয়, একজন সৃজনশীল, সংবেদনশীল এবং মানবদরদী মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত করেছেন।দলুয়া কলেজের অধ্যক্ষ শাহজাহান কবির বলেন, ওসি সাইফুল ইসলাম সরকারের এই ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ পুলিশের ইউনিফর্মের প্রতি অনেকের সম্মানবোধ বহুগুণে বেড়ে গেছে।  এমএইছ/ধ্রুবকন্ঠ

ওসি হওয়ার পাশাপাশি একজন কনটেন্ট ক্রিয়েটরও