অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য, তার বিপরীতে কোয়াবের অবস্থান- সবমিলিয়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি। মূলত ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। আর দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি। এদিকে আজ দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ নয়তো ৪৮ ঘণ্টার মধ্যে করবেন, এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানায় সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের খেলানোর বিষয়ে অ্যাপ্রোচ করছেন, তবে আমাদের দাবিগুলো মেনে নিলেই অবশ্যই খেলতে চাই।
এমএইছ/ধ্রুবকন্ঠ