সিলেট বেতারের পল্লীগীতির সঙ্গীত
শিল্পী হিসেবে স্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছেন মম পুরকায়স্থ। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
২০০২ সনে ঘাগটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
সিলেট বেতারের সঙ্গীত এর কন্ট্রোলার/
প্রোগ্রাম ম্যানেজার ও অডিশন গ্রেডেশন নির্বাচনী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশনে অংশগ্রহণ করেছিলেন মম পুরকায়স্থ । এসময় প্রায় ১৪" শত শিল্পী প্রতিযোগিতায় অংশনেয়।এর প্রেক্ষিতে বিজ্ঞ
বিচারক কর্তৃক পরিবেশনা মূল্যায়নে সিলেট বেতারের পল্লীগীতির সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
২০০৬ সন হতে সঙ্গীত চর্চা শুরু
করেন মম পুরকায়স্থ । তাহার প্রথম গানের ওস্তাদ তার পিতা মিন্টু পুরকায়স্থ এর কাছে হাতখড়ি
মমো'র ।
একসময় তিনি হাওরের জেলা সুনামগঞ্জের
বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গান করতেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে দীর্ঘদিন গান করছেন
তিনি। বর্তমানে তিনি সংগীতের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজ
সেবায় অগ্রণী ভূমিকা রাখছেন।
তার নিজস্ব একটি সংগঠন ও আছে।
সিলেট বেতারের সঙ্গীত শিল্পী
হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,এটা ভাষায় প্রকাশ করা যাবে
না। এত তারাতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারবো ভাবিনী। সম্মানিত বিচারকগন আমার গান শুনে
মূল্যায়ন করেছেন আমি তাদের কাছে চীর কৃতজ্ঞ।এত বড়
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরনায় আমি আজকে এই
অবস্থানে তিনি হচ্ছেন আমার বাবা ।
ভক্তদের উদ্দেশ্যে শিল্পী বলেন,
সকলের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু উপহার দিবো৷ গানের এলাকা, গুনীজনের এলাকা দিরাইয়ের
মান আরো উন্নত করতে সদা চেষ্টা চালিয়ে যাব৷
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গান তালিকা ভুক্ত শিল্পী দিরাইয়ের মম
.png)
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
সিলেট বেতারের পল্লীগীতির সঙ্গীত
শিল্পী হিসেবে স্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছেন মম পুরকায়স্থ। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
২০০২ সনে ঘাগটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
সিলেট বেতারের সঙ্গীত এর কন্ট্রোলার/
প্রোগ্রাম ম্যানেজার ও অডিশন গ্রেডেশন নির্বাচনী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশনে অংশগ্রহণ করেছিলেন মম পুরকায়স্থ । এসময় প্রায় ১৪" শত শিল্পী প্রতিযোগিতায় অংশনেয়।এর প্রেক্ষিতে বিজ্ঞ
বিচারক কর্তৃক পরিবেশনা মূল্যায়নে সিলেট বেতারের পল্লীগীতির সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
২০০৬ সন হতে সঙ্গীত চর্চা শুরু
করেন মম পুরকায়স্থ । তাহার প্রথম গানের ওস্তাদ তার পিতা মিন্টু পুরকায়স্থ এর কাছে হাতখড়ি
মমো'র ।
একসময় তিনি হাওরের জেলা সুনামগঞ্জের
বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গান করতেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে দীর্ঘদিন গান করছেন
তিনি। বর্তমানে তিনি সংগীতের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজ
সেবায় অগ্রণী ভূমিকা রাখছেন।
তার নিজস্ব একটি সংগঠন ও আছে।
সিলেট বেতারের সঙ্গীত শিল্পী
হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,এটা ভাষায় প্রকাশ করা যাবে
না। এত তারাতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারবো ভাবিনী। সম্মানিত বিচারকগন আমার গান শুনে
মূল্যায়ন করেছেন আমি তাদের কাছে চীর কৃতজ্ঞ।এত বড়
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরনায় আমি আজকে এই
অবস্থানে তিনি হচ্ছেন আমার বাবা ।
ভক্তদের উদ্দেশ্যে শিল্পী বলেন,
সকলের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু উপহার দিবো৷ গানের এলাকা, গুনীজনের এলাকা দিরাইয়ের
মান আরো উন্নত করতে সদা চেষ্টা চালিয়ে যাব৷
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন