ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শেখ হাসিনার লকারে প্রাপ্ত স্বর্ণের বিষয়ে যা বললেন শাওন



শেখ হাসিনার লকারে প্রাপ্ত স্বর্ণের বিষয়ে যা বললেন শাওন
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। এ নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার ওই গহনার ছবিগুলোকে এআই জেনারেটেড দাবি করে পোস্ট করেছেন। এমনকী গহনাগুলোকে তিনি ‘চকবাজার মার্কা জিনিস’ বলে উল্লেখ করেছেন। তবে অভিনেত্রী গহনার বিষয় স্পষ্টভাবে না বললেও অনুরাগীরা ধরেই নিয়েছেন তিনি ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া নিয়েই পোস্টটি দিয়েছেন।

নিম্নে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমাদের ছোটবেলায় এআই ছিল না। কোন ধরনের নাচের গহনা কেমন হয় তা জানার জন‍্য গুগল ছিল না। রেফারেন্স (উপযোগী বাংলা পাইনি) নেয়ার জন‍্য পিন্টারেস্ট ছিল না। আমাদের মায়েরা নৃত‍্য গুরুর কাছ থেকে অভিজ্ঞতা ধার করে কিংবা ভিসিআর এ হিন্দি সিনেমার অল্পকিছু উচ্চাঙ্গ ধরনের নাচ দেখে গাউসিয়া মার্কেট থেকে ভরত নাট‍্যমের গহনা কিনতেন। লোকনৃত্যের হাসুলি, বিছা, নোলক এগুলোও সেখানে পাওয়া যেতো। ভরত নাট‍্যমের কিছু গহনা যেমন সিতাপাটি, সিঁথির দু’পাশের চন্দ্র-সূর্য, বাজুবন্ধ ঐসব দোকানে পাওয়া যেতো না বলে কেউ কেউ সেগুলো ভারত থেকে আনাতেন। আমার মা আমাকে জরির লেস আর সোনালি পুতি দিয়ে সেগুলো বানিয়ে দিতেন। 

এখন এআই এর কতো ভার্সন আছে। গুগল, পিন্টারেস্ট সহ কত্ত কত্ত এ‍্যাপ; পুরো পৃথিবী হাতের মুঠোয়। আর এই সময়ে এসে আপনারা এরকম চকবাজার মার্কা জিনিস প্রসব করলেন!! অন্তত ওনার পরা জামদানিগুলোর কথা ভেবে হলেও রুচিটা ঠিক রাখতেন!

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শেখ হাসিনা স্বর্ণ শাওন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


শেখ হাসিনার লকারে প্রাপ্ত স্বর্ণের বিষয়ে যা বললেন শাওন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। এ নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার ওই গহনার ছবিগুলোকে এআই জেনারেটেড দাবি করে পোস্ট করেছেন। এমনকী গহনাগুলোকে তিনি ‘চকবাজার মার্কা জিনিস’ বলে উল্লেখ করেছেন। তবে অভিনেত্রী গহনার বিষয় স্পষ্টভাবে না বললেও অনুরাগীরা ধরেই নিয়েছেন তিনি ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া নিয়েই পোস্টটি দিয়েছেন।

নিম্নে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমাদের ছোটবেলায় এআই ছিল না। কোন ধরনের নাচের গহনা কেমন হয় তা জানার জন‍্য গুগল ছিল না। রেফারেন্স (উপযোগী বাংলা পাইনি) নেয়ার জন‍্য পিন্টারেস্ট ছিল না। আমাদের মায়েরা নৃত‍্য গুরুর কাছ থেকে অভিজ্ঞতা ধার করে কিংবা ভিসিআর এ হিন্দি সিনেমার অল্পকিছু উচ্চাঙ্গ ধরনের নাচ দেখে গাউসিয়া মার্কেট থেকে ভরত নাট‍্যমের গহনা কিনতেন। লোকনৃত্যের হাসুলি, বিছা, নোলক এগুলোও সেখানে পাওয়া যেতো। ভরত নাট‍্যমের কিছু গহনা যেমন সিতাপাটি, সিঁথির দু’পাশের চন্দ্র-সূর্য, বাজুবন্ধ ঐসব দোকানে পাওয়া যেতো না বলে কেউ কেউ সেগুলো ভারত থেকে আনাতেন। আমার মা আমাকে জরির লেস আর সোনালি পুতি দিয়ে সেগুলো বানিয়ে দিতেন। 

এখন এআই এর কতো ভার্সন আছে। গুগল, পিন্টারেস্ট সহ কত্ত কত্ত এ‍্যাপ; পুরো পৃথিবী হাতের মুঠোয়। আর এই সময়ে এসে আপনারা এরকম চকবাজার মার্কা জিনিস প্রসব করলেন!! অন্তত ওনার পরা জামদানিগুলোর কথা ভেবে হলেও রুচিটা ঠিক রাখতেন!

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত