রাজশাহীর আইডিয়াল স্কুলের ফলাফল প্রকাশ
রাজশাহীর নওদাপাড়া এলাকায় অবস্থিত, রাজশাহী আইডিয়াল স্কুলের ফলাফল প্রকাশ করা হয়েছে । বিপুল সংখ্যক অভিভাবক এবং ছাত্র , ছাত্রীদের উপস্থিতিতে , বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় । এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর ( প্রতিষ্ঠাতা পরিচালক, রাজশাহী ইসলামীর ব্যাংক হাসপাতাল ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব, কাজী আলতাফ হোসেন (প্রতিষ্ঠাতা আইডিয়াল স্কুল , রাজশাহী )আরও উপস্থিত ছিলেন, সন্মনিত অতিথি, জনাব, জসিম উদ্দিন (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামাতে ইসলামী, রাজশাহী শাখা ), জনাব, আইয়ুব আলী , ( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক )। জনাব মো: দুলাল মিয়া ( সভাপতি , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ) ছাত্র , ছাত্রীদের মাঝে ১ম , ২য় , ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । লিখা পড়ায় আরও বেশী মনোযোগী হবার উদ্দেশ্যে , ছাত্র , ছাত্রীদের এই পুরস্কার তুলে দেয়া হয় । ভবিষ্যতে এই কোমলমতি ছোট বাচ্চাদের মধ্যেই তৈরি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজ ও দেশ সেবক । পুরস্কার বিতরণ শেষ হলে , ইসলামী গজল ও ইসলামী গান , পরিবেশ করা হয় ।