ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অন্যান্য

রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ নিয়ে যা জানালো তিতাস

বেশ কয়েকদিন ধরে রাজধানীবাসী গ্যাসের স্বল্পচাপ নিয়ে চরম ভোগান্তিতে আছেন। কেন এই ভোগান্তি তা তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিস্কার করল।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানালো, বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ও গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপে পানি প্রবেশ করেছে। একইসঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম রয়েছে।   এতে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  এনএম/ধ্রুবকন্ঠ

রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ নিয়ে যা জানালো তিতাস