ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আইফোন থেকে ফাইল শেয়ার করা যাবে অ্যান্ড্রয়েডে



আইফোন থেকে ফাইল শেয়ার করা যাবে অ্যান্ড্রয়েডে
ছবি সংগৃহীত

অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল বলেছে, তারা তাদের সর্বশেষ পিক্সেল স্মার্টফোনগুলোকে অ্যাপল ইনকর্পোরেটেডের এয়ারড্রপ প্রটোকল ব্যবহার করে আইফোনের সঙ্গে ছবি ও অন্যান্য ফাইল বিনিময় করার উপায় তৈরি করেছে—এটি প্রতিদ্বন্দ্বী অ্যাপলের কঠোরভাবে সুরক্ষিত একচেটিয়া ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করার সাহসী প্রচেষ্টা।

এক দশকেরও বেশি সময় ধরে এয়ারড্রপ অ্যাপলের সফটওয়্যার প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত এবং আইফোন, আইপ্যাড ও ম্যাকের মধ্যে দ্রুত, ওয়্যারলেস ফাইল আদান-প্রদান করতে দেয়। অ্যান্ড্রয়েডের জন্য গুগলের একটি অনুরূপ ফিচার আছে, যার নাম কুইক শেয়ার।

গুগল বৃহস্পতিবার এক চমকপ্রদ ঘোষণায় বলেছে, ‘পরিবার ও বন্ধুদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তা গুরুত্ব পাওয়া উচিত নয় — শেয়ারিংয়ের কাজটি সহজেই হওয়া উচিত।

ব্লুমবার্গ নিউজের প্রশ্নে গুগলের এক মুখপাত্র বলেছেন, এ ফিচার তৈরিতে অ্যাপলের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব বাস্তবায়নের মাধ্যমে এটি করেছি। আমরা একটি তৃতীয় পক্ষের নিরাপত্তা সংস্থাকে যুক্ত করেছি এবং সেটআপটি আমাদের নিজস্ব গোপনীয়তা ও নিরাপত্তা দল দ্বারা সম্পূর্ণভাবে যাচাই করা হয়েছে।’

এ ব্যাপারে অ্যাপল মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

গুগলের প্ল্যাটফর্ম নিরাপত্তা ও গোপনীয়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লেইডারম্যাখার এক পৃথক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এই ফিচারটি কোনো ওয়ার্কঅ্যারাউন্ড ব্যবহার করে না; সংযোগটি সরাসরি এবং পিয়ার-টু-পিয়ার, অর্থাৎ আপনার ডেটা কখনো কোনো সার্ভারের মধ্য দিয়ে পাঠানো হয় না, শেয়ার করা কনটেন্ট কখনো লগ হয় না এবং বাড়তি কোনো ডেটা শেয়ার হয় না।’

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী বন্ধু ও পরিবারের কাছ থেকে ফাইল পেতে আইফোন ব্যবহারকারীদের এয়ারড্রপ সেটিং ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রাখতে হবে। নিয়মিত এয়ারড্রপ ট্রান্সফারের মতোই, স্ক্রিনে পাঠানোর অনুরোধ যার নাম দেখাবে, আইফোন ব্যবহারকারী সেটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। আপাতত গুগলের সদ্য প্রকাশিত পিক্সেল ১০ লাইনআপের একটি ডিভাইস প্রয়োজন এবং ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে।

কয়েকটি প্রাথমিক পরীক্ষায়, পিক্সেল ১০ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের মধ্যে ছবি পাঠানো–নেওয়া ঘোষণার মতোই কাজ করেছে। পিক্সেল একটি কাছাকাছি থাকা ম্যাকেও ফাইল পাঠাতে পেরেছে। গোপনীয়তার ব্যবস্থা হিসেবে, প্রতি বার ১০ মিনিট শেষ হলে এয়ারড্রপ আবার ‘কন্টাক্টস ওনলি’-তে ফিরে যায়। তাই পিক্সেল ১০ থেকে বা পিক্সেলে ফাইল পাঠানো–নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেটি ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রয়েছে।

গুগল এটিকে ভোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে উপস্থাপন করছে—যাতে অপারেটিং সিস্টেম ভিন্ন হলেও ফাইল সহজে শেয়ার করা যায়।

তারা এটিকে আরসিএস বা রিচ কমিউনিকেশন সার্ভিসের উত্থানের সঙ্গে তুলনা করেছে, যা আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টেক্সট ও উচ্চমানের ছবি–ভিডিও শেয়ার করা সহজ করেছে। অ্যাপল গত বছর নিয়ন্ত্রক চাপে এই মানদণ্ড প্রয়োগ করে।

 

সূত্র: ব্লুমবার্গ/এনডিটিভি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


আইফোন থেকে ফাইল শেয়ার করা যাবে অ্যান্ড্রয়েডে

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল বলেছে, তারা তাদের সর্বশেষ পিক্সেল স্মার্টফোনগুলোকে অ্যাপল ইনকর্পোরেটেডের এয়ারড্রপ প্রটোকল ব্যবহার করে আইফোনের সঙ্গে ছবি ও অন্যান্য ফাইল বিনিময় করার উপায় তৈরি করেছে—এটি প্রতিদ্বন্দ্বী অ্যাপলের কঠোরভাবে সুরক্ষিত একচেটিয়া ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করার সাহসী প্রচেষ্টা।

এক দশকেরও বেশি সময় ধরে এয়ারড্রপ অ্যাপলের সফটওয়্যার প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত এবং আইফোন, আইপ্যাড ও ম্যাকের মধ্যে দ্রুত, ওয়্যারলেস ফাইল আদান-প্রদান করতে দেয়। অ্যান্ড্রয়েডের জন্য গুগলের একটি অনুরূপ ফিচার আছে, যার নাম কুইক শেয়ার।

গুগল বৃহস্পতিবার এক চমকপ্রদ ঘোষণায় বলেছে, ‘পরিবার ও বন্ধুদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তা গুরুত্ব পাওয়া উচিত নয় — শেয়ারিংয়ের কাজটি সহজেই হওয়া উচিত।

ব্লুমবার্গ নিউজের প্রশ্নে গুগলের এক মুখপাত্র বলেছেন, এ ফিচার তৈরিতে অ্যাপলের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব বাস্তবায়নের মাধ্যমে এটি করেছি। আমরা একটি তৃতীয় পক্ষের নিরাপত্তা সংস্থাকে যুক্ত করেছি এবং সেটআপটি আমাদের নিজস্ব গোপনীয়তা ও নিরাপত্তা দল দ্বারা সম্পূর্ণভাবে যাচাই করা হয়েছে।’

এ ব্যাপারে অ্যাপল মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

গুগলের প্ল্যাটফর্ম নিরাপত্তা ও গোপনীয়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লেইডারম্যাখার এক পৃথক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এই ফিচারটি কোনো ওয়ার্কঅ্যারাউন্ড ব্যবহার করে না; সংযোগটি সরাসরি এবং পিয়ার-টু-পিয়ার, অর্থাৎ আপনার ডেটা কখনো কোনো সার্ভারের মধ্য দিয়ে পাঠানো হয় না, শেয়ার করা কনটেন্ট কখনো লগ হয় না এবং বাড়তি কোনো ডেটা শেয়ার হয় না।’

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী বন্ধু ও পরিবারের কাছ থেকে ফাইল পেতে আইফোন ব্যবহারকারীদের এয়ারড্রপ সেটিং ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রাখতে হবে। নিয়মিত এয়ারড্রপ ট্রান্সফারের মতোই, স্ক্রিনে পাঠানোর অনুরোধ যার নাম দেখাবে, আইফোন ব্যবহারকারী সেটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। আপাতত গুগলের সদ্য প্রকাশিত পিক্সেল ১০ লাইনআপের একটি ডিভাইস প্রয়োজন এবং ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে।

কয়েকটি প্রাথমিক পরীক্ষায়, পিক্সেল ১০ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের মধ্যে ছবি পাঠানো–নেওয়া ঘোষণার মতোই কাজ করেছে। পিক্সেল একটি কাছাকাছি থাকা ম্যাকেও ফাইল পাঠাতে পেরেছে। গোপনীয়তার ব্যবস্থা হিসেবে, প্রতি বার ১০ মিনিট শেষ হলে এয়ারড্রপ আবার ‘কন্টাক্টস ওনলি’-তে ফিরে যায়। তাই পিক্সেল ১০ থেকে বা পিক্সেলে ফাইল পাঠানো–নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেটি ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রয়েছে।

গুগল এটিকে ভোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে উপস্থাপন করছে—যাতে অপারেটিং সিস্টেম ভিন্ন হলেও ফাইল সহজে শেয়ার করা যায়।

তারা এটিকে আরসিএস বা রিচ কমিউনিকেশন সার্ভিসের উত্থানের সঙ্গে তুলনা করেছে, যা আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টেক্সট ও উচ্চমানের ছবি–ভিডিও শেয়ার করা সহজ করেছে। অ্যাপল গত বছর নিয়ন্ত্রক চাপে এই মানদণ্ড প্রয়োগ করে।

 

সূত্র: ব্লুমবার্গ/এনডিটিভি


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত