একটি সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানে শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনেতা,তারা বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষক কিংবা মেয়র হবে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ভবিষ্যতের ডাক্তার, ব্যারিস্টার কিংবা প্রধানমন্ত্রী তৈরি হতে পারে। তাই এখন থেকেই সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।মেয়র বলেন, এই হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের যে কোন উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতা করা হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু তা যেন সম্পর্ক ও বন্ধুত্ব নষ্ট না করে। আজ যারা পুরস্কার পেয়েছে, যারা পায়নি তারাও একদিন সেই অবস্থানে পৌঁছাবে — এই বিশ্বাস নিয়ে পড়াশোনা করতে হবে। সবচেয়ে বড় শিক্ষা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিকতা বজায় রাখা।মেয়র শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপরও গুরুত্বারোপ করে বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছে। বাইরে যার মূল্য ১৫০০ টাকা, সেই ভ্যাকসিন নগরবাসীকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি। যারা এখনো এই টিকা নেয়নি, তারা দ্রুত এ টিকা গ্রহণ করবে—এটাই আমার আহ্বান।তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে চাই। এজন্য নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করা, আবর্জনা যথাস্থানে ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ — এগুলো আমাদের সম্মিলিত দায়িত্ব।”শেষে মেয়র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশের নেতৃত্ব দেবে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা ২০২৫উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন : একেএম নুরুল বাশার ভূঁইয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-কেন্দ্রীয় কমিটি, ঢাকা।প্রধান আলোচক: মোহাম্মদ কামরুল ইসলাম (লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-কেন্দ্রীয় কমিটি, ঢাকা।বিশেষ অতিথি: জাহেদুল করিম কচি, সদস্য সচিব, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম।লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ।সভাপতি: আব্দুল হান্নান, পরিচালক, হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ,