ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বেসিক ব্যাংকের ৭০০তম পরিষদ সভা অনুষ্ঠিত



বেসিক ব্যাংকের ৭০০তম পরিষদ সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি এর ৭০০-তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। অজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদ সদস্যরা ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক সূচক এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সী আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, পরিচালক এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান এবং কম্পানি সচিব মো. হাসান ইমাম।

পর্ষদ সভায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বেশ কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের প্রতি গ্রাহক আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতে বিপুলসংখ্যক নতুন চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে, যা আমানত প্রবাহে ইতিবাচক গতি সৃষ্টি করেছে।

এছাড়া সভায় জানানো হয়, ব্যাংকের সিআরআর উদ্বৃত্ত রয়েছে এবং এসএলআর সংরক্ষণ পরিস্থিতি মানদন্ডের কাছাকাছি।

আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ আদায় হয়েছে, যা ব্যাংকের সামগ্রিক ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্ষদ আশা প্রকাশ করে যে, ডিসেম্বর ২০২৫ নাগাদ ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ১১ শতাংশ কমে আসবে।

 

চলতি বছরের আর্থিক অগ্রগতির বিষয়ে সভায় জানানো হয়, বছরব্যাপী ঋণ আদায়, আমানত সংগ্রহসহ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে ও কৃচ্ছতা সাধনের মাধ্যমে ১০০ কোটি টাকার লোকসান কমানোর লক্ষ্য পূরণের পথে রয়েছে বেসিক ব্যাংক। পরিচালনা পর্ষদ এসব অর্জনকে ব্যাংকের পুনরুদ্ধার যাত্রায় ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে বেসিক ব্যাংককে একটি শক্তিশালী ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


বেসিক ব্যাংকের ৭০০তম পরিষদ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি এর ৭০০-তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। অজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদ সদস্যরা ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক সূচক এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সী আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, পরিচালক এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান এবং কম্পানি সচিব মো. হাসান ইমাম।

পর্ষদ সভায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বেশ কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের প্রতি গ্রাহক আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতে বিপুলসংখ্যক নতুন চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে, যা আমানত প্রবাহে ইতিবাচক গতি সৃষ্টি করেছে।

এছাড়া সভায় জানানো হয়, ব্যাংকের সিআরআর উদ্বৃত্ত রয়েছে এবং এসএলআর সংরক্ষণ পরিস্থিতি মানদন্ডের কাছাকাছি।

আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ আদায় হয়েছে, যা ব্যাংকের সামগ্রিক ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্ষদ আশা প্রকাশ করে যে, ডিসেম্বর ২০২৫ নাগাদ ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ১১ শতাংশ কমে আসবে।

 

চলতি বছরের আর্থিক অগ্রগতির বিষয়ে সভায় জানানো হয়, বছরব্যাপী ঋণ আদায়, আমানত সংগ্রহসহ বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে ও কৃচ্ছতা সাধনের মাধ্যমে ১০০ কোটি টাকার লোকসান কমানোর লক্ষ্য পূরণের পথে রয়েছে বেসিক ব্যাংক। পরিচালনা পর্ষদ এসব অর্জনকে ব্যাংকের পুনরুদ্ধার যাত্রায় ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে বেসিক ব্যাংককে একটি শক্তিশালী ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত