ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১ জানুয়ারি থেকে নতুন মাশুল কার্যকর



১ জানুয়ারি থেকে নতুন মাশুল কার্যকর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দেশের সব স্থলবন্দরের বিভিন্ন সেবার বিপরীতে মাশুল ও টোলের হার ৫ শতাংশ বৃদ্ধি করেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে বলে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে সেখানে আলাদা মাশুল কাঠামো নির্ধারণ করা হয়েছে। বেনাপোল বন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য ২০২৬ সালে মাশুলের পরিমাণ দাঁড়াবে ৫২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালে ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা। বেনাপোল দিয়ে আমদানিকৃত বাস, ট্রাক ও লরির প্রবেশ মাশুল ১৭৫ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ১৮৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে। জিপ ও কারের জন্য ১১০ টাকা ৮২ পয়সা এবং মোটরসাইকেলের জন্য ৩৬ টাকা ৯৫ পয়সা মাশুল গুনতে হবে।

অন্যান্য স্থলবন্দরের ক্ষেত্রেও ৫ শতাংশ হারে মাশুল বেড়েছে। বেনাপোল ব্যতীত অন্য বন্দরগুলোতে বাস, ট্রাক ও লরির নতুন প্রবেশ মাশুল নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ২২ পয়সা। কার ও জিপের ক্ষেত্রে এই হার ৯৫ টাকা ৫২ পয়সা। যাত্রী পারাপার মাশুল সব বন্দরের জন্য অভিন্ন রাখা হয়েছে (৫২ টাকা ২৭ পয়সা)।

মাশুল বৃদ্ধির তালিকায় ওজন মাপার যন্ত্র ব্যবহার, কাগজপত্র প্রক্রিয়াকরণ এবং ইয়ার্ডে রাত যাপনের ফি-ও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মতে, বন্দরের আয়ের প্রধান উৎস এই মাশুলগুলো প্রতি বছরের ধারাবাহিকতায় সমন্বয় করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মাশুল জানুয়ারি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


১ জানুয়ারি থেকে নতুন মাশুল কার্যকর

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দেশের সব স্থলবন্দরের বিভিন্ন সেবার বিপরীতে মাশুল ও টোলের হার ৫ শতাংশ বৃদ্ধি করেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে বলে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে সেখানে আলাদা মাশুল কাঠামো নির্ধারণ করা হয়েছে। বেনাপোল বন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য ২০২৬ সালে মাশুলের পরিমাণ দাঁড়াবে ৫২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালে ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা। বেনাপোল দিয়ে আমদানিকৃত বাস, ট্রাক ও লরির প্রবেশ মাশুল ১৭৫ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ১৮৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে। জিপ ও কারের জন্য ১১০ টাকা ৮২ পয়সা এবং মোটরসাইকেলের জন্য ৩৬ টাকা ৯৫ পয়সা মাশুল গুনতে হবে।

অন্যান্য স্থলবন্দরের ক্ষেত্রেও ৫ শতাংশ হারে মাশুল বেড়েছে। বেনাপোল ব্যতীত অন্য বন্দরগুলোতে বাস, ট্রাক ও লরির নতুন প্রবেশ মাশুল নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ২২ পয়সা। কার ও জিপের ক্ষেত্রে এই হার ৯৫ টাকা ৫২ পয়সা। যাত্রী পারাপার মাশুল সব বন্দরের জন্য অভিন্ন রাখা হয়েছে (৫২ টাকা ২৭ পয়সা)।

মাশুল বৃদ্ধির তালিকায় ওজন মাপার যন্ত্র ব্যবহার, কাগজপত্র প্রক্রিয়াকরণ এবং ইয়ার্ডে রাত যাপনের ফি-ও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মতে, বন্দরের আয়ের প্রধান উৎস এই মাশুলগুলো প্রতি বছরের ধারাবাহিকতায় সমন্বয় করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত