ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স ৬৩ কোটি ডলার



চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স ৬৩ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিদিন দেশে গড় হিসাবে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী—রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে, গত নভেম্বরে দেশে এসেছিল চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছর জুড়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ডলার রেমিট্যান্স

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স ৬৩ কোটি ডলার

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

চলতি ডিসেম্বরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিদিন দেশে গড় হিসাবে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী—রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে, গত নভেম্বরে দেশে এসেছিল চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছর জুড়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত