ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অবশেষে দাম কমছে সোনার



অবশেষে দাম কমছে সোনার
ছবি: সংগৃহীত

রেকর্ড উত্থানের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সামান্য পতন দেখা গেছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দাম কিছুটা নেমে আসে। একই সঙ্গে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে। 

স্টক মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশামক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে। যদিও এর আগে সেশনে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস শূণ্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮ ডলারে নিষ্পত্তি হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘রেকর্ড উচ্চতার পর স্বর্ণবাজারে এখন চার্ট কনসোলিডেশন ও হালকা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। চলতি বছরে ফেডারেল রিজার্ভ ইতোমধ্যে তিনবার সুদ কমিয়েছে, আর বাজার ধারণা করছে আগামী বছর আরও দুই দফা সুদ কমতে পারে।

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট একটি তেল ট্যাংকার জব্দের আগে অতিরিক্ত বাহিনীর অপেক্ষায় রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

এদিকে রুপার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৭২ দশমিক ৭০ ডলারে ওঠে এবং সর্বশেষ শূন্য ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দমমিক ৯৪ ডলারে। উইকফ বলেন, ‘বছরের শেষ নাগাদ স্বর্ণের পরবর্তী লক্ষ্য ৪ হাজার ৬০০ ডলার এবং রুপার লক্ষ্য ৭৫ ডলার। প্রযুক্তিগত দিক থেকে বাজার এখনো ঊর্ধ্বমুখী।’

শক্তিশালী মৌলিক ভিত্তির কারণে চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১৪৯ শতাংশ, যা একই সময়ে স্বর্ণের ৭০ শতাংশের বেশি বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।


এমএইছ /  ধ্রুবকণ্ঠ

বিষয় : বাণিজ্য স্বর্ণ দাম কমছে

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


অবশেষে দাম কমছে সোনার

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

রেকর্ড উত্থানের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সামান্য পতন দেখা গেছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দাম কিছুটা নেমে আসে। একই সঙ্গে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে। 

স্টক মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশামক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে। যদিও এর আগে সেশনে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস শূণ্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮ ডলারে নিষ্পত্তি হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘রেকর্ড উচ্চতার পর স্বর্ণবাজারে এখন চার্ট কনসোলিডেশন ও হালকা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। চলতি বছরে ফেডারেল রিজার্ভ ইতোমধ্যে তিনবার সুদ কমিয়েছে, আর বাজার ধারণা করছে আগামী বছর আরও দুই দফা সুদ কমতে পারে।

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট একটি তেল ট্যাংকার জব্দের আগে অতিরিক্ত বাহিনীর অপেক্ষায় রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

এদিকে রুপার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৭২ দশমিক ৭০ ডলারে ওঠে এবং সর্বশেষ শূন্য ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দমমিক ৯৪ ডলারে। উইকফ বলেন, ‘বছরের শেষ নাগাদ স্বর্ণের পরবর্তী লক্ষ্য ৪ হাজার ৬০০ ডলার এবং রুপার লক্ষ্য ৭৫ ডলার। প্রযুক্তিগত দিক থেকে বাজার এখনো ঊর্ধ্বমুখী।’

শক্তিশালী মৌলিক ভিত্তির কারণে চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১৪৯ শতাংশ, যা একই সময়ে স্বর্ণের ৭০ শতাংশের বেশি বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।


এমএইছ /  ধ্রুবকণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত