চট্টগ্রামে উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা ও কৃষি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পৃথক দুটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকাল ১১ টায় শুরু হওয়া প্রথম সভায় চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা করা হয়। উপদেষ্টা মহোদয় উপস্থিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের আন্তরিকতার প্রশংসা করেন।
একই দিনে দুপুর ২:৩০ টায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা মহোদয়। এ সভায়ও বিভাগীয় কমিশনারসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
কৃষি বিষয়ক এই সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কৃষি খাতের সার্বিক অগ্রগতি, কৃষি উৎপাদনের বর্তমান অবস্থা, কৃষকদের চাহিদা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মাননীয় উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণ, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা কৃষির উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। শিরোনাম সাজিয়ে দিন