পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে গৃহকর্মীর চুরি করা ১১ লক্ষ টাকা উদ্ধার, ১ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে বাসার গৃহকর্মী কর্তৃক চুরিকৃত ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত গৃহকর্মী মোছা: জান্নাত (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকালে পাঁচলাইশ আবাসিক এলাকার বাসা তালাবদ্ধ করে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। তিনি বাসার চাবি তার স্ত্রীর আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসা পরিষ্কার করে ফেরত দিতেন।
২৩ মার্চ ভারত থেকে ফিরে আসার পর, ভুক্তভোগী দেখতে পান তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং সেখান থেকে ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মীর খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি।
বিষয়টি জানানো হলে, পাঁচলাইশ মডেল থানার এসআই রিয়াদ উজ সালেহীন-এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকা থেকে জান্নাতকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার কাথারিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জান্নাতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।