চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ৭নং পশ্চিম ষোলশহরে মাহে রমাদান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠিত


চট্টগ্রাম নগর পাঁচলাইশ থানার ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মাহে রমাদান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ডাক্তার আবু নাছের বলেন “রমাদানের শিক্ষা নৈতিকতা ও ধর্মীয় আমলকে শুদ্ধ করে তোলে” চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা ডাক্তার আবু নাছের বলেন, “পবিত্র রমজান মাস মানবতার জন্য বিশেষ গুরুত্ব রাখে, এই মাসে ইফতার ও খাদ্য সামগ্রী জনগণের কাছে ন্যায্য মূল্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমজানের শিক্ষা আমাদের আত্মপরিচিতি, নৈতিকতা এবং ধর্মীয় আমলকে আরও শুদ্ধ করে তোলে, আমাদের দায়িত্ব হলো, রমজানের শিক্ষার আলোকে নিজেদের আমলকে আরও সুন্দর করে গড়ে তোলা এবং ইসলামের সুমহান বাণী আমাদের এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছে দেয়া।”

আজ ৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার ৭ নং পশ্চিম ষোল শহর ওয়ার্ডের উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য পাঁচলাইশ থানা আমীর, বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি বলেন, “জামায়াত কর্মী মানে সমাজ কর্মী, আমাদের কুরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে এবং মানুষের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে হবে।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা আমীর ডাক্তার খোরশেদ আলম, পাঁচলাইশ থানা বায়তুল মাল সম্পাদক এম.এ.জাহান, অফিস সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, পশ্চিম ষোলশহর ওয়ার্ড এসিস্ট্যান্ট সেক্রেটারী মহিউদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলু, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আহসানুল করিম মন্জু, বায়তুল মাল সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, অফিস সম্পাদক শেখ মুহাম্মদ আবু জাফর, প্রকাশনা সম্পাদক হাফেজ শরীফুল ইসলাম, পেশাজীবি ওয়ার্ড সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনোনীত প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, মোহাম্মদপুর ওয়ার্ড সভাপতি জাফর আলম কুতুবী, নাজির পাড়া ওয়ার্ড সভাপতি মাঈন উদ্দিন, হিলভিউ ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড সভাপতি মন্জুর আহমেদ, ছলিম উল্লাহ, আরিফ হোসাইন ছলিম, কামরুল ইসলাম, আহমেদ কবির হিরু, নুরুল হুদা আদিল প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button