চট্টগ্রাম মহানগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

চট্টগ্রাম মহানগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর কাজির দৈউরী মোড়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমনিরাম ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক মোঃ শাহিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, মহানগর তাঁতীদলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন এবং নেতৃবৃন্দ মোঃ নাছির, মামুন মিয়া, দেলু, কালন মিয়া, মোজাম্মেল কাওসার, হাক্কানীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শওকত আজম খাজা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও গুনাহ মাফের মাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায়, রমজান মাসে যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারে না, সে সবচেয়ে দুর্ভাগা। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের উচিত আগামী ১১ মাসও সত্য, ন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া।
তিনি আরও বলেন, সমাজে বড় বড় স্বার্থান্বেষী গোষ্ঠী কেবল নিজেদের লাভের কথা ভাবে। রমজানের শিক্ষায় যদি আমরা নিজেদের চরিত্র গঠন করতে পারি, তাহলে সমাজ থেকে অবিচার, দুর্নীতি ও অন্যায় দূর করা সম্ভব হবে। পাশাপাশি ইসলামিক মূল্যবোধের চর্চা বাড়ানো যাবে।
অনুষ্ঠানে বক্তারা ইফতার বিতরণকে একটি মানবসেবামূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পথচারীরা এ আয়োজনে অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁতীদলের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।