র্যাব-৭-এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

চট্টগ্রাম, ১০ এপ্রিল ২০২৫:
র্যাব -৭, চট্টগ্রামের একটি মাদকবিরোধী অভিযানে সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে ১৫.১ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একটি যাত্রীবাহী বাসযোগে কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে চট্টগ্রাম শহরের দিকে গাঁজা পাচার করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ১০ এপ্রিল সকাল আনুমানিক ১০:৩০ টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
তল্লাশিকালে একটি সন্দেহভাজন বাসকে থামানোর পর বাসের ভেতর তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা মোছাঃ সেলিনা আক্তার (৩৮), স্বামী- নুরু সালাম ওরফে ইলিয়াস, পিতা- মৃত মোহাম্মদ হোসাইন, মাতা- জোবায়দা বেগম, সাং- নয়াপাড়া শরণার্থী ক্যাম্প (২৬ নং ক্যাম্প), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার—কে গ্রেফতার করে। তার পায়ের কাছে থাকা দুইটি কাপড়ের ব্যাগে বিশেষভাবে প্যাকেটজাত ১৫.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনা আক্তার স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবৎ একটি চক্রের সাথে মিলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫১ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুন্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।