চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিটিজেনস্ ফোরাম এর মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২৯/০১/২০২৫ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরাম এর মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ ।

উক্ত আলোচনা সভায় তিনি মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং নগরের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তাদের বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ অত্যন্ত মনযোগ সহকারে শোনেন। কমিটির নেতৃবৃন্দ এই সময় মহানগরীর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে পুলিশ ও সিটিজেন ফোরাম এর সদস্যদের বিভিন্ন করনীয় দিক সম্পর্কে আলোকপাত করেন। উক্ত সভায় বিশেষ করে চুরি, ছিনতাই, জুয়া, মাদক, ট্রাফিক আইন ভঙ্গ, চাঁদাবাজ সম্পর্কে তথ্য সংগ্রহ, ইভটিজিং প্রতিরোধসহ শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ রোধে কার্যকর ভূমিকা বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ আশফিকুুজ্জামান আকতার; সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব মোঃ আব্দুল মালেক ও আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button