চান্দগাঁও থানা এলাকায় চেকপোস্টে পুলিশের উপর হামলা, ২ জন আটক।
আজ ১৪/০১/২০২৫ ইংরেজি সন্ধ্যা ৬ঃ৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে রাস্তার উপর চান্দগাঁও থানার এএসআই(নিঃ) অসিত নাথ সঙ্গীয় ফোর্স সহ চেকপোষ্ট ডিউটি করাকালে আসামী ১। মোঃ মোরশেদ খান (৩১), পিতা-মৃত মনছুর আহাম্মেদ, মাতা-খুরশিদা বেগম, সাং-চর কানাই, মান্নান কোম্পানীর বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুঞ্জছায়া আবাসিক এলাকা, ০৩নং রোড, থানা-বায়েজিদ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ করিম (৩৮), পিতা-শামসুল আলম, মাতা-রিজিয়া বেগম, সাং-পশ্চিম শাকপুরা, তেলি পাড়া, ০১নং ওয়ার্ড, জব্বার সওদাগরের বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম’দ্বয় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, পুলিশের উপর আক্রমন করিয়া সাধারণ ও গুরুত্বর জখম করতঃ পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। উক্ত ঘটনায় অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ হাবিবুর রহমান অফিসার ও ফোর্স উপস্থিত লোকজনের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে । উক্ত বিষয়ে চান্দগাঁও থানার মামলা নং-১৫, তাং-১৪/০১/২০২৫খ্রি; ধারা-১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩ পেনাল কোড রুজু করা হয়।
আহত পুলিশ সদস্যঃ এসআই/মোঃ হাবিবুর রহমান, এএসআই/অসিত নাথ, কং/৪৯৮৯ আব্দুস সাত্তার, কং/৬১০১ মোঃ আমিরুল ইসলাম, কং/৬৪৯৬ ফরিদ শেখ।