চট্টগ্রামে সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা, মোবাইল ছিনিয়ে নিল মামুন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলীর বড়উঠান ডাকপাড়ায় বিএনপির সাবেক সভাপতি এহসান এ খানের মায়ের জানাজার নামাজ শেষে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজাদীর কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক মো. মহিউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শেষে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাংবাদিক মহিউদ্দিন যখন সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করছিলেন, তখন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার অনুসারীরা তার ওপর চড়াও হন।
হামলার নেতৃত্বে ছিলেন জুয়েল নামে এক যুবক, যিনি মহিউদ্দিনকে মারধর করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে কর্ণফুলী যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম এগিয়ে এসে তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন।
সাংবাদিক মহিউদ্দিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সংঘর্ষের ছবি তুলতে গেলে মামুন গ্রুপের লোকজন আমার ওপর চড়াও হয়। আমি সাংবাদিক পরিচয় দিলেও তারা ক্ষান্ত হয়নি। গাছের টুকরো দিয়ে আমাকে মারধর করে এবং মোবাইল কেড়ে নেয়। পরে এলাকার কিছু লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পাই।”
এই হামলার ঘটনায় সাংবাদিক মহিউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি বলেন, “আমরা ঘটনার বিষয়ে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় কর্ণফুলী উপজেলায় সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।