চট্টগ্রাম

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গার্মেন্টস কর্মী চাঁদনী খাতুন (২২)-এর নির্মম হত্যাকাণ্ডের মূলহোতা ও তার স্বামী সবুজ খন্দকার (২৯) কে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে।

গত ৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৪:৩০টার দিকে চাঁদনী খাতুন তার কর্মস্থল সিইইপিজেডের এভারটুবি গার্মেন্টস থেকে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দক্ষিণ মধ্যম হালিশহরের খাজা খিজির রোডে মাহি কুলিং কর্নার নামক একটি বন্ধ দোকানের সামনে পৌঁছালে তার স্বামী সবুজ খন্দকার পূর্ব থেকে ওৎ পেতে থেকে তার পথরোধ করে। উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সবুজ কোমর থেকে ছুরি বের করে গলার বাম পাশে, মাথার ডান পাশে ও ডান হাতের কব্জির উপরিভাগে উপর্যুপরি আঘাত করে। এরপর ঘটনাস্থলেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত চাঁদনীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে তদন্ত চালানো হয়। এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল রাত আনুমানিক ১:৩০টার সময় নগরীর ৩৮নং ওয়ার্ডের ধুমপাড়া এলাকা থেকে ঘাতক স্বামী সবুজ খন্দকারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে রক্তমাখা টি-শার্ট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সবুজ তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করে।

এই ঘটনায় বন্দর থানায় মামলা নম্বর-০৪, তারিখ-০৬/০৪/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button