চট্টগ্রাম
এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় বটি হাতের সে-ই রিপন আটক
আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম প্রতিনিধি :
কোতোয়ালি থানার একটি অভিযানিক টিম আজ সন্ধ্যা আনুমানিক ৫:৩০ ঘটিকায় আনোয়ারা থানা এলাকা হতে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় – রিপন দাস (২৭) পিতা- মৃদুল দাস, সাং- পাথরঘাটা হরস চন্দ্র লেইন, সাধুর বাড়ী, থানা- কোতোয়ালি, চট্টগ্রাম কে গ্রেফতার করে। উক্ত আসামি কোন এজাহারভুক্ত আসামি নয় তবে এডভোকেট হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে বিধায় পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি হিসেবে সনাক্ত করা হয়েছে।
সে চকবাজার মেডিসিন সপ নামের একটা ফার্মেসীতে সেলসম্যান বিক্রয়কর্মী হিসেবে চাকুরী করে বলে জানা গেছে।