চট্টগ্রাম

দিন দুপুরে ছিনতাই:সালাম পার্টির এক সদস্য আটক

প্রেস রিলিজ

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ভিডিও এর ০১ জন ছিনতাইকারী গ্রেফতার

গত ইং ২২/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় মামলার বাদী ষোলশহর ২নং গেইট হতে রিক্সাযোগে নন্দনকানন যাওয়ার পথে পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২নং গেইট মার্কেন্টাইল ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ০২ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী বাদীর রিক্সার গতিরোধ করে বাদীকে ধারালো ছোরার ভয় দেখিয়ে বাদীকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। ছিনতাইকারীরা প্যান্টের বাম পকেটে থাকা নগদ ৫০০/-(পাঁচশত) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। তখন শৌর-চিৎকারে আশপাশের পথচারী লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামা ০২ জন ছিনতাইকারী দৌড়ে দ্রুত পালিয়ে যায়। বাদীর এইরুপ এজাহারের প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১৫, তারিখ: ২৩/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪ রুজু করা হয়।

অতঃপর পাঁচলাইশ মডেল থানার একটি আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং২৩/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০৪:১০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা আসামী ১। মোঃ শাকিল আহম্মদ প্রকাশ সাজু (৪৮) কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে গত ২২/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় দিন দুপুরে পলাতক সহযোগী আসামী মোঃ আলমগীর (৪৫) সহ অভিনব কায়দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ষোলশহরে রিক্সা থামিয়ে ছিনতাই সংঘটনের কথা স্বীকার করে। পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য যে, উভয় আসামীর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button