চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়িতে স্বর্ণ ও নগদ টাকা লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়িতে তারাবির নামাজ চলার সময় নারীদের জি’ম্মি করে ডাকাতি’র ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ডা’কা’তি নয়, চু’রির ঘটনা।

ডা’কা’তির শিকার হওয়া পরিবারটির সদস্য জাহেদ চৌধুরী বলেন, “বুধবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে আমি ও আমার ছোট ভাই বাড়ির পাশের মসজিদে যাই। ঘরে তখন আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রী ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন মুখোশধারী সশস্ত্র লোক বাড়ির ছাদের সিঁড়িঘর দিয়ে ভেতরে ঢুকে। দেশীয় অ’স্ত্রের মুখে তাদের জি’ম্মি করে হাত-মুখ বেঁধে ঘরের তিনটি কক্ষের আলমারি ও অন্যান্য আসবাব ভাঙচুর করে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।”

ডা’কা’তির ঘটনার পর ওই পরিবারের দুই নারী সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান পরিবারটির জ্যেষ্ঠ সন্তান জাহেদ চৌধুরী।

তিনি বলেন, “চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে বাড়িতে পাঠালেও মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজনের কাছে জেনে রাত ১১টায় পুলিশ এসে খোঁজখবর নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।”

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি ডা’কা’তি নয়, চু’রির ঘটনা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button