বিনোদন

১৪ কেজি সোনাসহ ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

সোনা চোরাচালানের অভিযোগে দক্ষিণি অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। খবর দ্য হিন্দুর
শরীরের বিভিন্ন অংশ ও পোশাকের মধ্যে লুকিয়ে ১৪ দশমিক ৮ কেজি সোনা নিয়ে দুবাই থেকে ভারতে এসেছিলেন রানিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ১৫ দিনের মধ্যে অভিনেত্রী চারবার দুবাই ভ্রমণ করায় তিনি সন্দেহের তালিকায় আসেন। অভিনেত্রীর স্বামীও তাঁর সঙ্গে দুবাইয়ে যেতেন। কিন্তু দুবাইয়ে অভিনেত্রীর পরিবারের কোনো সদস্য নেই, সেখানে তাঁর ব্যবসাও নেই, তাহলে কেন বারবার তিনি দুবাইয়ে যাচ্ছেন, তাও আবার এত কম সময়ে? এখানেই শুরু হয় সন্দেহ।

জানা গেছে, সোমবার রাতে ভারতে অবতরণের পর রানিয়া রাও নিজেকে কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করেন। শুধু তা–ই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় তিনি বিমানবন্দরে কাস্টমস চেকিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সন্দেহ আরও দৃঢ় হয়।

এই প্রথমবার নয়, এর আগেও নাকি রানিয়া দুবাই থেকে ভারতে বিনা বাধায় সোনা পাচার করেছেন। তবে রানিয়া একা, নাকি আরও কেউ এই পাচারের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখবেন ভারতীয় গোয়েন্দারা। সোনা কেনার উৎস কী, সেটাও তদন্ত করে দেখা হবে। যদিও গ্রেপ্তারের পরে অভিনেত্রী দাবি করেন যে তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে।

রানিয়া কর্ণাটকের চিকমাগালুরের বাসিন্দা। চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে তিনি বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button