বিনোদন

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনেকে দুষ্টু কোকিল বলেই ডাকেন। এবার মিমি তার জন্মদিনে নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছেন।

‘ডাইনি’ নামের এক সিরিজে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ডাইনি’ সিরিজের ফার্স্ট লুক।

সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক নির্ঝর মিত্র। তিনি বলেন, ‘‘আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি।এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।’’

গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আরও জানান, এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন তিনি।

‘ডাইনি ওয়েব সিরিজে মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। আগামী ১৪ মার্চ এ সিরিজটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button