প্যারেন্টহুড কন্টেন্টে জনপ্রিয় পারমিতা হিম

মা ও শিশুদের নিয়ে নানান শিক্ষা-সচেতনতামূলক কন্টেন্ট তৈরী করেন তিনি। যেখান নতুন বাবা-মায়েরা জেনে নিতে পারেন নানান তথ্য। প্যারেন্টহুড কন্টেন্টে জনপ্রিয়তা পাওয়া এ কন্টেন্ট ক্রিয়েটরের নাম পারমিতা হিম। তিনি ‘পারমিতার প্রতিদিন’ নামে তৈরী করেছেন মা ও শিশু বিষয়ক প্রথম বাংলা ভ্লগ।
Paromitar Protidin নামের ফেইসবুকে পেজে রয়েছে ৭ লাখের বেশি অনুসারী। একইভাবে, ইউটিউব এবং টিকটক মিলিয়ে আছে দেড় লাখের কাছাকাছি ফলোয়ার। মূলত, প্যারেন্টসরাই তার মূল অনুসারী।
পারমিতা হিম একজন লেখক, সাংবাদিক এবং এক্সপ্লোরার। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। নিজের সন্তান এমিল রহমানের দেখভাল করতে গিয়ে নানান সমস্যার সম্মুখিন হওয়ার পর থেকেই বাবা-মায়েদের জন্য ভ্লগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পারমিতার ভ্লগের পাশাপাশি পারমিতা প্রতিদিন নামের ওয়েবসাইটও চালু করেছেন। যেখানে প্রেগনেন্সি, মায়ের স্বাস্থ্য, শিশু পালন, শিশুর অসুখ, শিশুর খাবার, শিশুর খেলা’সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আর্টিকেল আছে। এখান থেকে প্যারেন্টসরা খুব সহজেই বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।