বিনোদন
আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫
এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পরপর চারটি সিজন দারুণ সাফল্য পেয়েছে। ভক্ত অনুরাগীদের অনুরোধে এবার আসতে চলেছে পঞ্চম সিজন।
বলতে গেলে, যখনই ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন এসেছে, তখনই তা লুফে নিয়েছেন দর্শকরা। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নাটকটির চতুর্থ সিজন।
ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে একই আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। ফলে সিজন-৫ দেখারও আগ্রহ প্রকাশ করছেন তাঁরা। নতুন সিজন কবে আসছে—এ নিয়ে কাজল আরেফিন অমিকেও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অবশেষে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আবারও পর্দায় হাজির হচ্ছেন পাশা-হাবু-কাবিলারা—এমনটাই জানালেন অমি।