বিনোদন
মেহজাবীনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মডেল – অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’র প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। এমনকী ইতিপূর্বে তাদের বিয়ের গুজবও রটেছে। যদিও বিষয়টি নিয়ে অবশ্য তারা কেউই কথা বলতে চান না। মুখে কুলুপ এঁটে এড়িয়ে চলেন সম্পর্কের বিষয়টি।
আবার মেহজাবীনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। মেহজাবীন ও রাজীবের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা নাকি আসছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার আমিনবাজারের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। একই রিসোর্টে ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের তাদের আনুষ্ঠানিকতা।
এখন এই জুটির বিয়ের আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে মেহজাবীন যথারীতি মুখ বন্ধ রেখেছেন।