বিনোদন

বিমানবন্দরে আটকের বিষয় অস্বীকার করে যা বললেন চিত্রনায়িকা নিপুণ

যুক্তরাজ্য যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটকের বিষয়টি অস্বীকার করেছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই খবরকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন অভিনেত্রী।
গণমাধ্যমের কাছে নিপুণ এমন দাবিও করেছেন, তিনি ঢাকায় তার বনানীর বাসাতেই আছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদকের প্রশ্ন, ‘আমি তো কোনো অপরাধ করিনি। আটক হবো কেন?’
এদিকে একটি সংবাদমাধ্যম নিপুণ বলেন, ‘আমাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্যও নেওয়া হয়নি। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। আমার বোনকে আনতে গিয়েছিলাম। সে সময় আমার সঙ্গে কথা বলতে পারে না? আমার সঙ্গে অনেকে সেলফিও তুলেছে। আমি সেই সেলফিগুলো পাঠাচ্ছি।’
যদিও পরে নিপুণ সেলফিগুলো আর পাঠাননি। এছাড়া পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে তাকে আরও পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয় নিপুণকে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।’
ওসি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে নিপুণের যাত্রা বাতিল করে ফিরিয়ে দেওয়া হয়। তিনি ঢাকায় ফিরে গেছেন।’
ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে।’
ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার জানান, ‘নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হয়।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিপুণ আক্তার। দলটির নির্বাচনি প্রচারণাসহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও নানা গুঞ্জন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button