শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কি: প্রভা

শুটিং নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। আগেও বলেছিলাম, পরে ফেরা হয়নি। সেই শুটিং স্থগিত হয়। এখন কাজ শুরু করেই জানাতে চাই।
একটা গ্যাপ পড়ে গেছে। এ ছাড়া যেমন গল্পে ফিরতে চাচ্ছি, সে রকম গল্প পাচ্ছি না। আগে যে কাজ করেছি, সেই মান বজায় রাখতে চাইছি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে শুটিংয়ে প্রচুর জনসমাগম ঘটে। প্রযোজক বা শুটিংয়ের কারও আত্মীয়, এর–ওর বন্ধু আসেন, শুটিং দেখার দর্শক তো আছেনই। শুটিং করতে গেলে তাঁরা সবাই ভিডিও করেন। দেখা যায়, শুটিংয়ে অপ্রস্তুত কোনো একটি ভিডিও কেউ ধারণ করে ইউটিউব ভিডিও, রিল, শর্টস বানাচ্ছেন। আমার কাছে এগুলো অস্বস্তিকর মনে হয়। এখন শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দুশ্চিন্তায় থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কিনা এসব নিয়ে।
অনেক সময় দেখা যায়, অভিনয়শিল্পীরা নিজেরাও ভিডিও করছেন! । কেউ হয়তো ভিডিও করছেন। তাঁরা হয়তো বিরক্ত হন না। তবে একমাত্র মোশাররফ করিম ভাইকে দেখেছি, কেউ ছবি তুললে তিনি বিরক্ত হতেন। বরং সময় থাকলে বলতেন, কাছে এসে জিজ্ঞাসা করে ছবি তুলতে। তিনি নিজেও ভিডিও করেন না। আমার শুটিংয়ে নিজেই বসে রিল, শর্টস ভিডিও বানাব, এ ধরনের অভ্যাস নেই।
একবার কোনো একটি ছাদে শুটিং করছিলাম। রোমান্টিক দৃশ্যের শুটিং চলছিল বৃষ্টির মধ্যে। দৃশ্যে দূর থেকে জড়িয়ে ধরি। সেটা কেউ একজন দূর থেকে এমন এক কোণ থেকে শুটিং করেছেন যেটা দেখে মার্জিত কিছু মনে হয় না। অথচ দৃশ্যটা ছিল মার্জিত। সেটাই কয়েক বছর পর আমার চোখে পড়ে। দেখে নিজের কাছেই অস্বস্তিকর মনে হচ্ছিল।