বিনোদন

হায়ার পার্টনার্স মিট ২০২৫ এ ট্রিপল সম্মাননায় ভূষিত টিভি হাট

[ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫] টিভি হাট, ২০২৪ সালে অসামান্য সাফল্যের জন্য হায়ার পার্টনার্স মিট ২০২৫-এ তিনটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। এই স্বীকৃতি টিভি হাটের নিরবচ্ছিন্ন রিটেইল সহায়তা এবং আন্তরিক গ্রাহক সেবা প্রদানের নিরলস প্রচেষ্টাকে তুলে ধরে।

অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. ওয়াং সিয়াংজিং, এবং হায়ার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, হেড অফ বিজনেস, মি. আশরাফুল আলম টিভি হাটের ম্যানেজিং ডিরেক্টর মি. নাঈম আহসান-এর হাতে তিনটি পুরস্কার তুলে দেন। এগুলো হলোঃ টিভি বিক্রয়ে সর্বোচ্চ অবদানের জন্য হায়ার বিজনেস হায়েস্ট কন্ট্রিবিউশন ইন টিভি, সুশৃঙ্খল বিক্রয় প্রক্রিয়ার জন্য স্মুথ ট্রানজেকশন অ্যাওয়ার্ড, এয়ার কন্ডিশনার বিক্রয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য এয়ার কন্ডিশনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

কৃতজ্ঞতা প্রকাশ করে মি. নাইম আহসান বলেছেন, “আমরা হায়ারের মতো পরিবেশবান্ধব একটি ব্র্যান্ডের অংশীদার হতে পেরে গর্বিত। হায়ারের শক্তি-সাশ্রয়ী সবুজ প্রযুক্তি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলার যে স্বপ্ন দেখায় যা আমাদের মূল্যবোধের সঙ্গে মিলে যায়।”

টিভি হাট বাংলাদেশের ঘরে ঘরে শক্তি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মি. ওয়াং সিয়াংজিং বলেন, “টিভি হাট শুধুমাত্র একটি রিটেইল পার্টনার নয়, এটি আমাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাংলাদেশে প্রতিটি বাড়িতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিচ্ছে।”

টিভি হাট ও হায়ার যৌথভাবে ইনোভেটিভ, পরিবেশ বান্ধব ও শক্তি-সাশ্রয়ী অ্যাপ্লায়েন্স নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে যা টেকসই জীবনযাত্রার নিশ্চিত করতে ভবিষ্যৎ বাংলাদেশকে সহায়তা করে।

বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স বাজার ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি হতে চলেছে, যেখানে এই দশকে প্রতিবছর গড়ে ১৭% হারে হোম অ্যাপ্লায়েন্সের বাজার বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ও উপস্থিতি নিশ্চিতকরণে, এই অর্জন টিভি হাটকে অনুপ্রাণিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button