তনি-বারিশা এর ঝগড়া নোংরামি ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

দেশের আলোচিত – সমালোচিত ও বিতর্কিত দুই অনলাইন প্রমোটর রোবাইয়াত ফাতিমা তনি ও বারিশ হকের ঝগড়া কিছুতেই যেনো থামছে না। সম্প্রতি একটি ব্র্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বারিশের বিরুদ্ধে অভিযোগ করেন তনি।
তনি ওই সময় বারিশের নামে অভিযোগ তুলে বলেন, বারিশা হক তার একটি ব্যান্ডের ফটোশ্যুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন। তার নামে ক্রিয়েটিভ কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি বলেন, বারিশ হক তাদের ফটোশুট কনসেপ্ট চুরি করেছেন। এটা নিয়ে তার সঙ্গে কথা বলেও কোন লাভ হয়নি ওই ব্র্যান্ডের। শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে।
তনি ওই সংবাদ সম্মেলনে বারিশ হকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ। এরপরই এটা নিয়ে পাল্টাপাল্টি বিবাদ বাধে তনি ও বারিশের। তাদের ঝগড়ায় স্যোশাল মিডিয়ায় এখন নোংরামি ছড়িয়ে পড়েছে। তারা পরস্পরকে যেমন নানান কথা বলে নিজেদের ছোট করছেন, তেমনি তাদের দুই পক্ষের লোকজন তাদের নিয়ে নোংরা ভাষায় সমালোচনা ও বিষোদগার করছেন।