বিনোদন

শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু বিশ্বাস-বুবলী

সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিন নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয় করতে এসে নাম বদলে হয়েছেন শাকিব খান।

১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। তারপর কয়েক বছর কেটে গেলেও ২০০৭ সালে ‘কিং খান’ হিসেবে তারকা খ্যাতি লাভ করা শুরু করেন তিনি।

এরপর অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আর এর বাইরে ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন। দুই নায়িকারই সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু কারো সঙ্গেই স্থায়ী হয়নি সংসার।

বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দুজনই অতীত শাকিবের কাছে। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে সাবেক দুই স্ত্রীর? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী।

শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন- ‘আমার শাহরুখ খান।’

অন্যদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন- ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এ পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এবার বাংলা ছাড়িয়ে ওপার বাংলার টালিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তিনি। শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে― ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘সিটি টেরর’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘দরদ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button