বিনোদন

‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে – প্রভা

একজন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ও অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এই অভিনেত্রী অংশ নেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে।

দু’জনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। এই প্রথম ফটোশুট করেছেনে একসাথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

প্রভা বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।’

তিনি আরও বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো ছবি দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা ছবি দেখেছি। আর এগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

শাকিবের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘শাকিব খানের অ্যাফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে “রাজকুমার” সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

ভবিষ্যতে বড়পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড়পর্দার কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না। যদি আগামীতে কাজ করা হয়, তখনই বলব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button