কক্সবাজার সদরে দুটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

কক্সবাজার সদর উপজেলায় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের পুর্ব খুরুলিয়া এলাকায় এম. আর এস ব্রিকস এবং মেসার্স হক ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লংঘনের অপরাধে হক ব্রিকসকে সীলগালা করে তার সকল কার্যক্রম বন্ধ করে দেয়। অপরদিকে এম.আর ব্রিকসকে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করার অপরাধে একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটভাটাটি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে চুল্লি নি*ভিয়ে সেটিরও সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), আনসার ব্যাটালিয়ন, পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।