এবার তৌহিদী জনতা’র বাধায়রশিদ বয়াতির ওরশ পণ্ড

এবার স্থানীয় তৌহিদী জনতার বাধার মুখে মানিকগঞ্জের সিংগাইরে পণ্ড হয়ে গেছে বাউল সম্রাট প্রয়াত আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরস মাহফিল।
উপজেলার আজিমনগরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে ওরশ কমিটির আয়োজকদের উপর হামলা চালায় স্থানীয়রা। রশিদ বয়াতির ভক্তরা প্রতিরোধ গড়ে তুললে এ সময় দুই দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাইদুল ইসলাম বেনারনিউজকে জানান, দুই দিনব্যাপী এ ওরশ হওয়ার কথা থাকলেও প্রথম দিনেই ওরশ বন্ধ হয়ে গেছে।
জাইদুল ইসলাম বলেন, “রশিদ বয়াতির ছেলে বাশার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র থাকার সময় এলাকার লোকজন তাঁর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল। মূলত এটা নিয়ে তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ছিল।”
“মানুষের ক্ষোভ প্রশমন করে আমরা এতদিন পরিস্থিতি স্বাভাবিক রেখেছিলাম যদিও সবসময় আক্রমনের হুমকি ছিল। এবার সাথে যোগ হয়েছে মেলার বিষয়টি। এখানে অনেক সাধকরা গাজা নিয়ে আসে। লোক হয় প্রায় ৭০ থেকে ৮০ হাজার। এর মধ্যে প্রায় এক হাজারের মত সাধকরা গাজা সেবন করেন,” যোগ করেন তিনি।
ওসি জাইদুল জানান, “আগের ক্ষোভ আর মেলা- এসব ঘটনা দুটো মিলে এলাকাবাসী মেলার বিরুদ্ধে অবস্থান নেয়। এ কারণে আমরা ওরশের অনুমতিও দিতে পারিনি। এরপরও মেলার আয়োজন চলতে থাকলে এলাকাবাসী গিয়ে হামলা করে।”
”খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাদের নিরাপত্তার দরকার ছিল তাদের আমাদের হেফাজতে নিয়ে আসি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা তাদের ফেরত দিয়ে এসেছি। কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই”, বলেন ওসি।
সিংগাইরে অনেক মাজার আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সেসব মাজারে ওরশ হয়েছে, কোথাও হামলার ঘটনা ঘটেনি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ভিডিওতে দেখা যাচ্ছে একদল লোক ওরশে হামলা করতে আসলে মাজার ভক্তরা প্রতিরোধ গড়ে তুলে। এ সময় কয়েকজনকে আহত অবস্থায় দেখা যায়।