সারাদেশ
সন্দ্বীপ-গুপ্তছড়া নৌ-রুটে প্রথম পরিবহন সেবা চালু

সন্দ্বীপ-গুপ্তছড়া উন্মুক্ত নৌ-রুটে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু করলো সন্দ্বীপ মেরিন সার্ভিসেস লিমিটেড।
আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে গুপ্তছড়া কাউন্টারে এক আনন্দঘন আয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া এবং ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন কেক কেটে এর শুভ উদ্বোধন করেন। এ সময় কোম্পানির অন্যান্য পরিচালকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হওয়া এ সেবাটি নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় নৌ-যাত্রার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।