
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কালিহাতী উপজেলা ছাএদল,পৌর ছাত্রদল ও কালিহাতী কলেজ শাখা ছাএদলের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৮ এপ্রিল ১২.২০মিনিটের পর কালিহাতী উপজেলা বিএনপি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এবং কালিহাতী কলেজ থেকে কলেজ শাখা ছাত্রদল এবং পৌর ছাত্রদল মিছিল সহকারে এসে কালিহাতী উপজেলা ছাত্রদলের এই কর্মসূচিতে অংশ নেন।
মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।