কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

মো: শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়।
সকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে কালিহাতী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, সাতুটিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী কলেজ সহ বিভিন্ন সহকারী বেসরকারি প্রতিষ্ঠানের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃখায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সিফাত বিন সাদেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম ভূঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।