কালিহাতীর বাংড়া ইউনিয়নের বিভিন্ন ভাতা প্রত্যাশীদের সুষ্ঠু নিরপেক্ষ যাচাই বাচাই সম্পন্ন

শরিফুল ইসলাম
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন ৫ নং বাংড়া ইউনিয়নের বিভিন্ন ভাতা প্রত্যাশীদের সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ যাচাই-বাছাই সম্পন্ন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাংড়া ইউনিয়নের বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয় মাঠে যাচাই-বাছাই অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত) আসাদুল ইসলাম। যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জুবায়দ হোসেন জুয়েল, ৯ নং ওয়ার্ডের মেম্বার ময়ছের আলী, ৭ নং ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শরিফ, কালিহাতীর ইউনিয়ন সমাজকর্মী এস এম জাহিদ হোসেন ও ভাতা প্রত্যাশী আবেদনকারীগণ।
উল্লেখ্য, যাচাই বাছাইয়ের মূল লক্ষ্য হল-বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতার প্রকৃত ব্যক্তি যেন বঞ্চিত না হয়।