কালিহাতীতে প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি বিক্রির ধুম

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিহরাইল এলাকায় পুকুর খননের নামে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ মাটি বিক্রি। স্থানীয় জালাল মেম্বার আরেকজনের পুকুর থেকে মাটি কিনে আওয়ামী লীগ নেতা শওকতের যোগসাজশে বেকু (মাটি কাটার যন্ত্র) ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ এই কার্যক্রম বন্ধ করে দেয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মাটি কাটার কাজ আবারো শুরু হয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় অবৈধ এই মাটি বিক্রি অব্যাহত রয়েছে, যা পরিবেশের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এলাকার সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে এই অবৈধ কর্মকাণ্ড থামছে না।
স্থানীয়রা অবৈধ মাটি বিক্রি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।