ঢাকাসারাদেশ

কালিহাতী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের তিন সদস্যকে শৃঙ্খলা বিরোধী কার্যকান্ডের অভিযোগে সংগঠন থেকে প্রাথমিক সদস্য পদ সহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত সদস্যরা হলো –  রশিদ আহমেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীম।  

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনের যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের  ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সদস্যরা এখন থেকে কালিহাতী প্রেসক্লাবের সদস্য হিসেবে পরিচয় বহন করতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব  তাদের নিজেদের, প্রেসক্লাব বহিস্কৃত সদস্যদের অপকর্মের দায়-দায়িত্ব নিবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button