১২ হাজার ইয়াবাসহ আটক সেন্টমার্টিনেরইউপি চেয়ারম্যানচ্যানেল ইনানী ডেস্ক

০৮ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মুজিবুর রহমান সেন্ট মার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদেও রয়েছেন। তাকে আটকের বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা বড়ি মজুত করে রাখা হয়েছে, এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টাকালে মুজিবুর রহমানকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। পরে তার বাড়ি তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি বস্তার ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায়।