বিনোদন

প্রথমবার একসঙ্গে মোশাররফ করিম, অর্ষা ও স্বর্ণলতা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার ও নির্মাতা নিয়াজ মাহবুবের পরিচালনায়

প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, গুনী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। পরিচালক নিয়াজ মাহবুব জানান ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগিরই প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,’ টেনশন বেশ ভালো একটা গল্প, একেবারেই অন্যরকম একটি গল্প। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তারমধ্য থেকে হঠাৎ করেই এই গল্পটা একেবারেই আলাদা। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া। যার জন্য তার নিজের কোনো দায় নাই। কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের উপর এসে পড়ে। সেই দায় থেকে বের হবার গল্প হচ্ছে টেনশন। আমি খুউর আশাবাদী কাজটি নিয়ে। অর্ষাও সঙ্গে আমার বেশকিছু কাজ হয়েছে। প্রতিটি কাজই দর্শক বেশভাবে গ্রহন করেছে। আর নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী, যে কারণে সবাই তার অভিনয় ভালোবাসে। তো অর্ষা’র সঙ্গে এই কাজটিও খুউব ভালো হয়েছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা। স্বর্ণলতা খুবই ভালো মেয়ে, খুবই সিনসিয়ার। অলরেডি অভিনয়ে সে ভালো করছে। একজন অভিনেত্রর দীর্ঘদিন অভিনয়ে টিকে থাকার জন্য তিলে তিলে অভিনেত্রী হয়ে

উঠাটাই আমাকে তৃপ্তি দেয়। তো আমার বিশ্বাস স্বর্ণলতা তার সততা ও নিষ্ঠা দিয়ে তিলে তিলে একটি অবস্থানে আসবে। আর নিয়াজ সবসময়ই ভালো কাজ করতে চায়। আমার ব্যস্ততার কারণে একবারের বেশি কাজ করা হয়ে উঠেনি। তবে এখন থেকে আমরা নিয়মিত কাজ করবো আশা রাখছি।’ অর্থা বলেন,’ মোশাররফ ভাইয়ের সঙ্গে খায়েশ, বনলতার প্যারা, সেইরকম চা খোর, স্বপ্ন বিভ্রাট, ঘুম’সহ আরো বেশকিছু নাটকে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে সবসময়ই কিছু না কিছু শেখা যায়। তারসঙ্গে কাজ করাটা সবসময়ই আমার কাছে আরো বেশি ভালোলাগার। টেনশন গল্পটা ব্যতিক্রম, ভালোলেগেছে।’ স্বর্ণলতা দেবনাথ বলেন,’ মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এভাবে কখনো স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবো, ভাবিনি। ধন্যবাদ নিয়াজ মাহবুব ভাইকে। মোশাররফ ভাই অভিনয়ের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানই বলা চলে। তারসঙ্গে এই কাজটি আমাকে অভিনয়ে আরো অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্ষা আপুও ভীষণ গুনী একজন অভিনেত্রী। তার অভিনয় আমার ভীষণ ভালোলাগে। আশা করছি এই নাটকটি আমার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’ এর আগে বেশ কয়েকবছর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নীচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। অর্ষা অভিনীত ‘চিলেকোঠার সংসার’ মাছরাঙ্গা টিভিতে প্রচার হয়েছে। এদিকে স্বর্ণলতা জাহিদ হাসানের সঙ্গে ‘ভাল্লাগেনা’ নামের একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button