‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে বই বিতরণ’সহ নানা কর্মসূচি পালন
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ বই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। অন্যদিকে, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রাতিপাদ্যে বই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ইউএনও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও চট্টগ্রাম বিভাগীয় গুণী শিক্ষক উম্মে কুলসুম সাথী। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। গতকাল বুধবার সকাল থেকে নোয়াখালী জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ।