ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে ইউনুস সরকারের ওপর, তাই সেই মর্যাদা রেখে অতিদ্রুত নির্বাচন দিবেন এমনটাই আশা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।
তিনি ডক্টর ইউনুস সরকারকে সতর্ক করে বলেন, আমলা তন্ত্রের মধ্যে এখনো আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যারা নির্বাচনকে কলঙ্কিত করার জন্য কাজ করে যাচ্ছে। তাই সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। পরে একটি শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাসে টার্মিনালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এসময় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমূখ উপস্থিত ছিলেন।