জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার উদ্যোগে চাটখিল উপজেলায় পরিচিতি সভা
মোঃ রাশেদ হাসান, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার আহবায়ক তৌহিদুল ইসলাম ভাই। উক্ত অনুষ্ঠানে চাটখিল উপজেলার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ রেদোয়ান, মোঃ রাশেদ হাসান, বোরহান উদ্দিন, সালেহ আহমেদ, রফিকুল ইসলাম, মাকসুদুল ইসলাম, মোঃ সামিউর রহমান, মোঃ আলী আজম, ফরিদ উদ্দিন, মোঃ তাওহিদ,এবং মোঃ ইব্রাহিম। জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখার আহবায়ক তৌহিদুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন জুলাই আগষ্টের শহীদ পরিবারের পুর্নবাসন ও আহতদের তালিকা এখনো যথাযথ ভাবে সম্পন্ন হয়নি। কিন্তু খুনিরা দিব্যি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কতৃক যে পরিমাণ জুলুম ও নির্যাতন হয়েছে তার তালিকা প্রণয়ন, সুষ্ঠু তদন্ত, মামলা ও বিচারের প্রক্রিয়া শুরু করা সময়ের অনিবার্য দাবী। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জাস্টিস ফর জুলাই উপজেলা কমিটি ও ইউনিয়ন প্রতিনিধির সমন্বয়ে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে শহীদ ও আহতদের তালিকা এবং বিগত ১৬ বছরে জুলুমের শিকার হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা হবে। যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রত্যেক অপরাধী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক উপজেলা ও জেলা পর্যায়ে স্থানীয় শহীদদের নামে স্মৃতি ফলক এবং প্রকাশনা তৈরীর মাধ্যমে জুলাই বিপ্লবের স্প্রিট কে আগামীর তরুণ দের হৃদয়ে জাগ্রত রাখতে হবে। জুলাই আগষ্টে যে পরিমাণ হত্যাকাণ্ড এই বাংলার জমিনে হয়েছে তার উপমায় তিনি বলেন সে সময়ে বাংলাদেশ যেন ছোট্ট এক খন্ড গাজায় রুপ নিয়েছিলো। জুলাই আগষ্টের বিপ্লবের স্প্রিট কে ধারণ করেই আগামীর সোনার বাংলা বিনির্মান করতে হবে৷ যাতে আর কেউ ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।