চট্টগ্রাম

চান্দগাঁও থেকে ২ কোটি টাকা নিয়ে পলাতক সমবায় ‘চেয়ারম্যান’ গ্রেপ্তার

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে সমবায় সমিতির নামে প্রতারণা করে অসহায় গরিব দুঃখী মানুষের সঞ্চয়ের ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা আত্মসাৎ মামলার মূল প্রতারক গ্রেফতার

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই (নি:)মোহাম্মদ নূরুল আমিন সঙ্গীয় ফোর্স সহ ইং ১৮/০২/২০২৫ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর গাছা থানা পুলিশের সহায়তায় গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২২, তারিখ-১৫/০২/২০২৪ইং, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং আসামী রাশেদুল ইসলাম রাজ (৪৮), পিতা-আব্দুল আজিজ, মাতা-মৃত শাহেদা বেগম, সাং: সোনাঘাটিয়া, চৌদ্দগ্রাম, এসডি বাড়ি, পোঃ+থানা-চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা, বর্তমান সাং-শিকলবাহা, চর হাজারী, থানা: কর্ণফুলী, জেলা: চট্টগ্রাম‘কে গ্রেফতার করা হয় । উক্ত আসামী রাশেদুল ইসলাম রাজ (৪৮) চান্দগাঁও প্রাইম শ্রমজীবি সমবায় সমিতি লিঃ ও প্রাইম দারিদ্র ও শ্রমজীবি সমবায় সমিতি লিঃ নামীয় সমিতির (চেয়ারম্যান) প্রতারণা মূলকভাবে মামলার বাদী মোছাঃ নুর জাহান (৩৪) সঙ্গীয় ১। মিজানুর রহমান (৩৪), ২। আকতার হোসেন (৩৮), ৩। মোহাম্মদ ইকবাল (৪৯), ৪। সংকর্শন দে (৪৬), ৫। রোকেয়া বেগম (৩৮), ৬। উষা পাল (৪৮)সহ আরো ২৫০/৩০০ জন গ্রাহদের নিকট হতে সর্বমোট অনুমান ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা প্রতারণা মূলকভাবে আত্মসাৎ করে গাজীপুরের গাছা থানা এলাকায় আত্মগোপনে ছিল। প্রাথমিক তদন্তে এবং ঘটনার পারিপাশ্বিকর্তায় জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবত প্রতারণা করিয়া আসিতেছে। উক্ত আসামী প্রতারক চক্রের মূল হোতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button