চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও মিছিল

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ ও মিছিলে বক্তারা ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাসসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানান। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ১০টায় নগরীর সদরঘাট জেটির মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদার এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য রেজাউল করিম সেলিম। সমাবেশের আগে সদরঘাট থানার সামনে থেকে একটি শ্রমিক মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, “শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে এবং ঈদের আগে মালিকপক্ষকে সকল শ্রমিকের বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “নৌ-প্রশাসন ও নৌ-পুলিশের হয়রানি, মিথ্যা মামলা, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নদীগুলোকে দখলমুক্ত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের মাস্টার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল আলম মাস্টার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার সন্দ্বীপি, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. জাফর সুকানি, প্রচার সম্পাদক মো. রিয়াজ ড্রাইভার, মো: তৌসির আহমেদ সুকানি, জামাল সুকানি, সবুজ মিয়া, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাছান বাদশা, সহ-সভাপতি বাসু দেব, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরসহ অন্যান্য নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের দাবি তুলে ধরেন।

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাছরুল গাজী বাচ্চু, নির্বাহী সদস্য মোবাশ্বের মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য শহীদুল ড্রাইভার, শাকিল সুখানী, পারভেজ সুকানি, মমতাজ গ্রীজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, খলিল সিকদার, সেলিম সুকানি, শরিফুল বাবুচিসহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন এবং নৌ-শ্রমিকদের সকল সমস্যা সমাধানের দাবি জানান।
আমি প্রতিবেদনটি সংক্ষিপ্ত করে সুসংগঠিতভাবে লিখে দিয়েছি। যদি আপনি কোনো নির্দিষ্ট তথ্য যোগ করতে চান বা কোনো পরিবর্তন চান, তাহলে জানাবেন!